রাতেই প্রত্যাঘাত ভারতীয় সেনার , পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত
কলকাতা : মধ্যরাতেই অপারেশন সিঁদুর। পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিল ভারত দিল। রাতেই প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। রাত পৌনে দুটো নাগাদ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে ভারতীয় সেনা "অপারেশন সিঁদুর"-এর প্রয়োগ করেছে। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই জঙ্গি ঘাঁটিগুলি থেকেই ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা করা হয় ও রূপায়িত করা হয়।
মোট নটি জায়গায় আঘাত হানা হয় বলে বিবৃতিতে জানানো হয়। সূত্রের খবর, পাকিস্তানে বাহাওয়ালপুরে জইশের সদর দফতর, মুজফফরাবাদে লস্কর-ই-তইবা ট্রেনিং সেন্টার সহ মোট নটি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় সেনা। X হ্যান্ডলে পোস্ট করে তারা লিখেছে, "সুবিচার হয়েছে। জয় হিন্দ"। সূত্রের খবর, স্থল, নৌ ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন এই অপারেশন সিঁদুর। সেনার তরফে আরও জানানো হয়েছে, এই হামলা শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই ঘটানো হয়েছে। পাকিস্তানি মিলিটারির কোনও বেসকে টার্গেট করা হয়নি। ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ নির্দিষ্ট, পরিমিত। পাকিস্তানে প্রত্যাঘাতের কথা রাশিয়া, অ্যামেরিকা, ব্রিটেনকে জানিয়েছে ভারত। হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন অজিত ডোভাল। এদিকে, শেষ পাওয়া খবরে, পাকিস্তানের একটি ফাইটার জেট JF 17-কে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে 'অপারেশন সিঁদুর'কে সফল ঘোষণা করা হয়েছে। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারারাত ধরে 'অপারেশন সিঁদুর' স্ট্রাইকের পরিস্থিতি মনিটর করে চলেছেন।
এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হামলার জেরে একাধিক বিমানবন্দর বন্ধ রেখেছে তারা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ইমার্জেন্সি জারি করা হয়েছে। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ লাহোর- শিয়ালকোট বিমানবন্দর।
৯ জায়গায় প্রত্যাঘাত । যে জায়গাগুলিতে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে
- মুজফফরবাদে লস্করের ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে ।
- বাহাওয়ালপুরে মাসুদ আজহারের মাদ্রাসায় এয়ার স্ট্রাইক করা হয়েছে।
- পাকিস্তানে বাহাওয়ালপুরে জইশের সদর দফতরে হামলা চালানো হয়েছে।
- কোটলিতে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং সেন্টারে করা হয়েছে হামলা ।
প্রতিটি ঘাঁটি থেকেই ভারতের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এদিকে, প্রত্যাঘাতের পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানের তৎপরতা বেড়েছে। গোলাগুলির পরিমাণ বাড়িয়েছে তারা। পালটা যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী।
0 মন্তব্যসমূহ